মলয় সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ার স্কুলে ক্লাস নিচ্ছেন এক গ্রুপ ডি কর্মী । বাঁকুড়ার ইন্দাসের শান্তাশ্রম গার্লস জুনিয়ার হাইস্কুলের ঘটনা। এই স্কুলে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। স্কুলে মোট ছাত্রী সংখ্যা ৩২০, শিক্ষিকা রয়েছেন মাত্র ১জন এবং আরেকজন অতিথি শিক্ষক। মাত্র ২ জন শিক্ষকের মধ্যে ৪ টি শ্রেণীর এত জন পড়ুয়াকে সবকটি বিষয়ে পড়ানো এককথায় অসম্ভব। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে গ্রুপ ডি কর্মীকে দিয়ে ক্লাস করানো হচ্ছে। কিন্তু একজন গ্রুপ ডি অশিক্ষক কি শিক্ষকের দায়িত্ব নিতে পারেন। এমতাবস্থায় সন্তানদের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ বিদ্যালয়ে ঠিকঠাক ক্লাস হয় না। দিনে দুই থেকে তিনটি মাত্র ক্লাস হয়। বাকি সময়টা পড়ুয়াদের বসেই কাটাতে হয় । ফলে শেষ হয়না সিলেবাস। তাই দ্রুত এই সমস্যার সমাধান হোক বলে জানিয়েছেন শ্যামদাস মন্ডল ও প্রদ্যুৎ পাল নামে দুই অভিভাবক।শান্তাশ্রম জুনিয়ার হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা শতাব্দী রায় জানান, বিদ্যালয়ে শিক্ষিকা নেই ক্লাস বন্ধ থাকে স্থানীয় শিক্ষিত যুবতীদের দিয়ে মাঝে মাঝে বিদ্যালয়ে ক্লাস করাতে হয় । এমনকি আমার বিদ্যালয়ের গ্রুপ ডি-র কর্মীকে পর্যন্ত ক্লাস নিতে হয় । এই সমস্যার কথা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু এখনো সেই সমস্যার সমাধান হয়নি ।অন্যদিকে বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) পীযূষ কান্তি বেরা জানান , এই বিদ্যালয়ে তিনটি অনুমোদিত পদ রয়েছে । জুনিয়ার হাই স্কুলে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে দ্রুত এই সমস্যা মিটে যাবে ।