স্কাই বাংলা: সম্মতিমূলক যৌনতার ন্যূনতম বয়স ১৬, না ১৮? কেন্দ্রের মতামত জানতে চেয়ে নোটিশ ধরালো সুপ্রিম কোর্ট। শুক্রবার এ সম্পর্কিত একটি জনস্বার্থ মামলার শুনানিতে কেন্দ্রের মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত। যৌন সম্পর্কের সম্মতির জন্য ন্যূনতম বয়স কত হওয়া উচিত, তা নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল বিতর্ক। অনেক সময় দেখা গেছে, সদ্য কৈশোর থেকে যৌবনে পা দেওয়া অনেকে যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছে। যদিও আইনের চোখে এটা অপরাধ বলে বিবেচনা করা হয়। এ ব্যাপারে বয়সের মাপকাঠি নির্ণয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী হর্ষ সিংঘাল।শুক্রবার সেই মামলার শুনানির সময় প্রধান বিচারপতি ডিওআয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ কেন্দ্রের মতামত জানতে নোটিশ জারি করে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি মতামত নোটিশ ধারানো হয়েছে আইন ও বিচারমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক এবং জাতীয় মহিলা কমিশন সহ আরও বেশ কয়েকটি সংস্থাকে। দায়ের করা জনস্বার্থ মামলার পিটিশনে উল্লেখ করা হয়েছে যে ১৬ থেকে ১৮ বছর বয়সীদের যৌন সম্পর্কের লিপ্ত হওয়ায় বিচারক্ষমতা রয়েছে। সেই সঙ্গে এতে কী কী ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে তারও ক্ষমতা রয়েছে বোঝার। কিন্তু এই বয়সে যৌন সম্পর্কে লিপ্ত হলে, তা অপরাধ বলে গণ্য করা হয়ে থাকে। এই বয়সে যদি উভয়ের সম্মতিতে যৌন সম্পর্কে লিপ্ত হয়, তা অপরাধ হিসেবে বিবেচনা না করার জন্য পিটিশনে উল্লেখ করেছেন আবেদনকারী।কয়েকদিন আগে নতুন ফৌজদারি আইন তৈরিতে তিনটি বিল লোকসভায় পেশ করেছে কেন্দ্র। নতুন সেই বিলে লিভ ইন সহ একাধিক বিষয়ে কড়া পদক্ষেপের দেওয়া হয়েছে ইঙ্গিত। তারই মধ্যে সম্মতিমূলর যৌন সম্পর্কের বয়স নিয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়ে সুপ্রিম কোর্টের নোটিশকে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
সম্মতিমূলক যৌনতার বয়স কত? কেন্দ্রকে নোটিশ শীর্ষ আদালতের
আগস্ট ১৯, ২০২৩
0
Tags
অন্যান্য অ্যাপে শেয়ার করুন