স্কাই বাংলা: লাদাখে গভীর খাদে গড়িয়ে পড়ল ভারতীয় সেনার গাড়ি। ৯ জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। জানা গিয়েছে, লে থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে কিয়ারির কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। সেনার গাড়িটি কারু গ্যারিসন থেকে কিয়ারির দিকে যাচ্ছিল। সেখানেই কিয়ারিতে ঢোকার ৭ কিলোমিটার আগে পিচ্ছিল রাস্তা থেকে পিছলে খাদে গিয়ে পড়ে সেনার গাড়ি। ওই গাড়িতে ১০ জন জওয়ান ছিলেন বলে খবর মিলেছে। ৯ জনেরই মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একজন ভর্তি হাসপাতালে।এই ঘটনা নিয়ে ভারতীয় সেনাবাহিনীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “ভারতীয় সেনার একটি গাড়ি লে থেকে নয়মা যাচ্ছিল। কনভয়ের মধ্যে একটি গাড়ি রাস্তা থেকে পিছলে খাদে গিয়ে পড়ে। কিয়ারি থেকে ৭ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটেছে। ওই গাড়িতে ১০ জন ছিলেন। তার মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। এক জন আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”