বড়জোড়ায় লরির ধাক্কায় মৃত ১ কিশোর

Malay Singha
0

মলয় সিংহ, বাঁকুড়া: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল এক কিশোর। বাঁকুড়ার বড়জোড়া থানা এলাকার ঘটনা । রবিবার দুপুর প্রায় ১২ নাগাদ বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের বড়জোড়ার জগদম্বা কাঁটার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে জানা  গিয়েছে, বাঁকুড়ার বড়জোর থানার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা বছর বারোর  অর্পন গোড় তার বাবা মায়ের সাথে বাইকে করে পুজো দেওয়ার জন্য হাট আশুড়িয়ার দিকে যাচ্ছিল। সেইসময় বড়জোড়ার জগদম্বা কাঁটার কাছে বাঁকুড়া মুখি একটি লরি তাদের ওভাটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে অর্পন ও তার বাবা-মা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়জোড়া থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা অর্পণ গোড়কে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top