কলকাতা ফিরলেন অভিষেক, নিউ ইয়র্কে চোখের চিকিৎসা করতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ

SKY BANGLA TV
0

স্কাই বাংলা: কলকাতায় ফিরলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় দমদম বিমান বন্দরে কালো গেঞ্জি, নীল জিন্স পরা অভিষেককে দেখা গেল গাড়িতে। আগেই জানিয়েছিলেন ২০ তারিখ ফিরতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। সেই মতোই চোখের চিকিৎসা করিয়ে নির্ধারিত দিনেই ফিরলেন তিনি। 
এদিন অভিষেকের সঙ্গে দেখা গেল তাঁর মেয়েকেও। তবে সাংবাদিকদের মুখোমুখি হননি অভিষেক । দূর থেকে সাংবাদিকদের উদ্দেশে হাত নেড়েই গাড়িতে উঠে পড়েন তিনি। এদিন সন্ধ্যা ৭টা নাগাদ ফ্লাই এমিরেটসের বিমানে দুবাই থেকে কলকাতা ফেরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 
উল্লেখ্য ২০২২ সালের অক্টোবর মাসে নিউইয়র্কে প্রায় ৭ ঘণ্টার অপারেশন হয়েছিল অভিষেকের চোখে। সেই চেক আপ করাতেই ফের নিউইয়র্ক পাড়ি দিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ এমনটাই খবর পাওয়া যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top