একবেলায় রক্ত দিলেন হাজার জনেরও বেশি, অভিনব শিবির বাঁকুড়ার বিষ্ণুপুরে

Malay Singha
0

মলয় সিংহ, বাঁকুড়া: রক্তদান মানেই জীবনদান। একজন মানুষ রক্তদান করলে বাঁচতে পারে অসংখ্য রোগীর প্রাণ। আর এমনই এক অভিনব উদ্যোগে সামিল হয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। পরিসংখ্যান বলছে, ওই রক্তদান শিবিরে এক বেলাতেই রক্তদান করেছেন হাজার জনেরও বেশি মানুষ। দীল খান নামে এক সমাজকর্মীর উদ্যোগে বিষ্ণুপুরের একটি রিসর্টে আয়োজিত হয়েছিল এই রক্তদান শিবির। বৃহত্তর রক্তদান শিবির ছাড়াও সারা বছরই নানান ধরনের সমাজ সেবা মূলক কাজ করে থাকে বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা দীল খাঁন।
ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট মেটাতে পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছিলেন স্বেচ্ছায় রক্তদান করতে। সকাল ১০ টা থেকে বিকেল ৪টা প্রর্যন্ত বিষ্ণুপুরের একটি রিসর্টে হওয়া এই শিবিরে মোট ১০৭১ জন রক্তদান করেছেন বলে জানিয়েছে দীল খাঁন। তিনি জানিয়েছেন বাঁকুড়ার ৬টি ও আরামবাগের ১টি মোট ৭টি ব্লাড ব্যাংক এই রক্ত সংগ্রহ করেছে। এর পাশাপাশি এদিন ওই শিবির থেকে ২০০ জন সমাজ যোদ্ধাকে সংবর্ধনা জানানো হয়েছে বলে জানিয়েছেন সমাজকর্মী দীল খাঁন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top