কারখানায় দুর্ঘটনার জের, বড়জোড়ায় বাম ও বিজেপির দফায়-দফায় বিক্ষোভ

Malay Singha
0

 

মলয় সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ার বড়জোড়া শিল্পাঞ্চলের একটি বেসরকারি কারখানায় দুর্ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে কারখানার গেটের সামনে দফায়-দফায় বিক্ষোভ দেখায় বাম ও বিজেপির শ্রমিক সংগঠনগুলি। 

উল্লেখ্য গত মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া শিল্প তালুকের ঘুটগড়িয়া এলাকায় থাকা একটি বেসরকারি কারখানায় দুর্ঘটনা ঘটে। ক্রেনের ল্যাডেল ছিঁড়ে গলিত লোহা ছড়িয়ে পড়ে কারখানার একাংশে। গলানো লোহা গায়ে পড়ে ঝলসে যায় ১৭ জনের দেহ। এই ঘটনায় ইতিমধ্যেই চিকিৎসাধীন অবস্থায় ২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ১২ জন শ্রমিক। এই অবস্থায় বৃহস্পতিবার কারখানার গেটে পৃথক পৃথক ভাবে দফায়-দফায় বিক্ষোভ আছড়ে পড়ল কারখানার গেটে। বাম ও বিজেপি সংগঠনগুলির দাবী রাজ্যের শাসক দলের হস্তক্ষেপেই বঞ্চিত হচ্ছে শ্রমিক সুরক্ষার বিষয়টি। একাধিক শ্রমিকের মৃত্যুর পরেও তাঁদের পরিবার যথেষ্ট ক্ষতিপূরণ পাচ্ছে না। তৃনমূলের দাবী বাম ও বিজেপি এই দুঃসময়ে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে।

বড়জোড়া সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী দাবি করেন রাজ্যের শাসক দলের হস্তক্ষেপে কারখানায় শ্রমিক সুরক্ষার বিষয়টি অবহেলিত হচ্ছে। এর ফলে বারবার এমন দুর্ঘটনা ঘটছে। তৃণমূল নেতৃত্ব কারখানা কর্তৃপক্ষের সাথে বসে বিষয়টি ধামাক চাপা দেওয়ার চেষ্টা করছে। মৃত শ্রমিকদের পরিবারকে যথেষ্ট ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে না।

বিজেপির বড়জোড়া মন্ডল-১ এর সভাপতি গোবিন্দ ঘোষ বলেন, অবিলম্বে শ্রমিক সুরক্ষা নিশ্চিত করা এবং মৃত, আহত শ্রমিকদের যথেষ্ট ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি তোলেন তিনি।

অন্যদিকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি সুখেন বিদ বলেন যে, তৃণমূল কংগ্রেস কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা, মৃতদের পরিবার পিছু নির্দিষ্ট হারে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেছে। বাম ও বিজেপি এখন ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। 

এবিষয়ে কারখানা কর্তৃপক্ষ সিপিআইএম ও বিজেপি অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, সিটু নেতা তরুন রাজ এসেছিলেন তাকেও ক্ষতিপূরণের কথা বলা হয়েছে কিন্তু যেহেতু বিজেপির কোনও রেজিষ্টার ইউনিয়ন নেই সেকারনে ওদের রেজিষ্টার ইউনিয়ন গঠন করার কথা বলেছি। এছাড়াও বিজেপি নেতাদের বলেছি ৫ /৭ দিন পরে আসুন যেভাবে সন্তোষ জনক সমাধান হয় তার পথ খোঁজা হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top