জয়জীবন গোস্বামী, বাঁকুড়া: যক্ষা মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে মঙ্গলবার এলাকার যক্ষা রোগে আক্রান্তকারীদের নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
এদিনের শিবিরে যক্ষ্মার উপসর্গ, ভীতি, যক্ষ্মা নিয়ে সচেতনতার অভাব, অসাবধানতা, বিধি-নিষেধ এবং প্রতিকার-সহ একাধিক বিষয়ে নিয়ে আলোচনা করেন উপস্থিত চিকিৎসকরা।
পাশাপাশি মেজিয়ার একটি বেসরকারি লোহ-ইস্পাত কারখানার পক্ষ থেকে এলাকার যক্ষা রোগীদের প্রয়োজনীয় পুষ্টিকর খাবার দেওয়া । এদিনের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন বাঁকুড়া স্বাস্থ্য জেলার যক্ষা অধিকারীক তন্ময় কুমার ঘোষ। তিনি জানান, মূলত মানুষকে সচেতন করতেই এদিনের এই শিবির। বিশেষ করে পাথর শিল্প, ইট ভাটার শ্রমিকদের মধ্যে যক্ষা রোগের আশঙ্কা বেশি থাকে।
তবে আগের থেকে এখন মানুষ অনেক বেশি সচেতন । এখন চিকিৎসা ব্যবস্থাও অনেক উন্নত। তাই এখন আগের থেকে অনেক বেশি যক্ষা রোগীদের চিহ্নিত করতে পারছি আমরা এবং তাদের সঠিক চিকিৎসা পরিষেবা প্রদান করছি। আমাদের লক্ষ্য যক্ষা মুক্ত বাংলা গড়া।