স্থানীয় সূত্রে খবর, এলাকায় সক্রিয় বিজেপি কর্মী ও কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহারের 'আপ্তসহায়ক' হিসেবেই পরিচিতি রয়েছে বিকাশ ঘোড়ুই নামে ঐ যুবক। এমনকি কোতুলপুরে বিজেপি বিধায়কের কার্যালয়ের মূল দায়িত্বেও সে রয়েছে বলে জানা গিয়েছে।
তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদের অভিযোগ, বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারের আপ্ত সহায়ক বিকাশ ঘোড়ুই 'দিনে-রাতে বন্দুক' নিয়ে ঘোরাফেরা করতো। ইন্দাসের একটি বালি খাদানে বিধায়কের নাম করে তোলা তুলতে গেলে ঐ খাদান মালিক তা দিতে অস্বীকার করায় খাদান মালিককে 'হুমকি' ও ঐ জায়গায় থাকা বালি তোলার বেশ কিছু যন্ত্রাংশ ভাঙ্গচুর করে বলে তিনি অভিযোগ করেন। পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
অন্যদিকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহার দাবি, অবৈধ বালি খাদান বন্ধের দাবি জানানোয় তৃণমূলের সহযোগীতায় পুলিশ অস্ত্র আইনে মিথ্যা মামলা দিচ্ছে। এই পথ অবলম্বন করেও বিজেপিকে রোখা যাবেনা বলে তিনি দাবি করেন।