ভোলানাথ ভুঁই, দুর্গাপুর: দুর্গাপুরের লাউদোহায় অগ্নি দগ্ধ হয়ে মৃত্যু হল সিভিক ভলেন্টিয়ার সহ তিন ভাই বোনের। মৃত মঙ্গল সরেন লাউদোহা থানার সিভিক ভলেন্টিয়ার। তাঁর এক বোন সুমি সরেন কলকাতায় নার্সিং এর কাজ করতেন। স্থানীয়দের দাবি দুই বোনের বিয়ে নিয়ে চিন্তায় ছিলেন সিভিক ভলেন্টিয়ার মঙ্গল সোরেন। এরই মধ্যেই বিয়ে ঠিক হয় মঙ্গলের। তবে কিভাবে আগুন লাগল তা এখনো জানা যায়নি ।
মৃতদের নাম মঙ্গল সরেন(৩৩), সুমি সরেন(৩৫) ও খুকুমণি সরেন(২৮) । আজ ভোরে নিজেদের বাড়ি থেকে দাদা ও দুই বোনের অগ্নি দগ্ধ দেহ উদ্ধার হয়।
শনিবার ভোরে আগুনে পোড়ার গন্ধ পান প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তাঁরা। পাড়ার লোকজন গিয়ে দেখেন অগ্নিদগ্ধ অবস্থায় তিন ভাইবোন ঘরে পড়ে রয়েছেন। ঘরের অন্যান্য আসবাবপত্রও পুড়ে ছাই। আগুন তাঁরা নিজেরাই লাগিয়েছিলেন নাকি নিছক দুর্ঘটনা, তা এখনও জানা যায়নি।ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর-ফরিদপুর থানার পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তর জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।