বাঁকুড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি, খাবার খেয়ে অসুস্থ ২৭ জন শিশু

Malay Singha
0

 

মলয় সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি। আর সেই খাবার খেয়ে অসুস্থ প্রায় ২৭ জন শিশু। বাঁকুড়ার ইন্দপুর ব্লকের হাটগ্রাম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা।


স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার ইন্দপুরের হাটগ্রাম অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু ও গর্ভবতী মায়েরা খাবার নিয়ে যায় । বাড়িতে শিশুকে ওই খাবার খাওয়ানোর সময় এক শিশুর মা-এর নজরে আসে ডালের মধ্যে টিকটিকি ভাসছে ।খাবারে টিকটিকি মিশে থাকার খবর চাউর হতেই খাবার খাওয়া শিশুদের নিয়ে স্থানীয় হাসপাতাল ছুটে তাঁদের পরিবারের লোকজন। সেখান থেকে তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।


যদিও এ ব্যাপারে বাঁকুড়ার অতিরিক্ত জেলা শাসক অরিন্দম বিশ্বাস বলেন, "বাড়িতে খাবার নিয়ে যাওয়ার সময় টিকটিকি মিলেছে। আমরা সমস্ত বিষয় খতিয়ে দেখছি।" ইতিমধ্যেই ১৮ জন শিশুকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে অবজারভেশনে রাখা হয়েছে বলে জানান তিনি।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী পুর্ণিমা অধিকারী বলেন, রান্না করার সময় খাবারে কোনো টিকটিকি পড়েনি। তবে অভিভাবকের কাছ থেকে খাবারে টিকটিকি পাওয়ার খবর শুনে খারাপ লাগছে ।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বাড়িতে খাবার নিয়ে যাওয়ার পর লক্ষ্য করা যায় ডালের মধ্যে টিকটিকি রয়েছে। আশেপাশের লোকেদের বিষয়টি জানানো হয়। এরপর অনেকেরই অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে প্রত্যেকেই নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

তবে হাসপাতাল সূত্রে খবর শিশুদের মধ্যে গুরুতর কোনো উপসর্গ না পাওয়ায় কিছুক্ষন অবজারভেশনে রাখার পর ছেড়ে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top