শুভেন্দু লায়েক, গঙ্গাজলঘাটি: পরিত্যক্ত পুকুর পাড়ে মৃত মানুষের হাড়গোড় উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার বড়বাইদ এলাকার ঘটনা।
শনিবার সকালে বাড়বাইদ এলাকার চিনার পুকুরের পাড়ে বেশ কিছু হাড়গোড় এবং তার পাশে জামাকাপড়ের টুকরো পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এই ঘটনার খবর চাউর হতেই হাড়গোড়ের পাশে পড়ে থাকা পোশাক দেখে মেজিয়া থানা এলাকার রাণীপুর গ্রামের বাসিন্দা আনন্দ ভুঁই দাবি করেন এই ধ্বংসাবশেষ তার বাবার। তার বাবা মহাদেব ভুঁই ২০২১ সালের অক্টোবর মাস থেকে নিখোঁজ ছিলেন। মেজিয়া থানায় নিখোঁজ হওয়ার একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়। প্রায় দুবছর ধরে তাঁর খোঁজ পাওয়া যায়নি।
অবশেষে শনিবার সকালে বড়বাইদ এলাকার চিনার পুকুরের পাড়ে হাড়গোড় সহ পরনের পোশাক দেখতে পায় স্থানীয়রা। এই পোশাক দেখে এবং পায়ের হাড়ের ভিতরের রড দেখে প্রাথমিক ভাবে মনে করা হয় এই হাড়গোড় মহাদেব ভুঁই-এর। পরে খবর দেওয়া হয় গঙ্গাজলঘাটি থানায়। পুলিশ হাড়গোড় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।