তুরস্কের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হল এক ভারতীয় যুবকের দেহ

SKY BANGLA TV
0
স্কাই বাংলা ডেস্ক:  তুরস্কের ধ্বংসাবশেষ থেকে এবার উদ্ধার হল এক ভারতীয় যুবকের দেহ। উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা বিজয় কুমার নামে ওই যুবক ব্যবসার কাজে তুরস্কে গিয়েছিলেন। যেখানে মালত্য নামক এক হোটেলের ২৪ তলার একটি ঘরে উঠেছিলেন বিজয়। 
সোমবার ভোরে প্রথম ভূমিকম্পটি যখন ঘটে তখন হোটেলের ঘরেই ঘুমোচ্ছিলেন বিজয়। তারপর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে ওই হোটেলের ধ্বংসাবশেষের মধ্যে বিজয়ের পাসপোর্ট সহ অন্যান্য জিনিসপত্র পাওয়া গেলেও তাঁর হদিশ পাওয়া যায়নি।
ফলে বিজয় জীবিত রয়েছেন বলেই আশা করেছিলেন তাঁর পরিবারের সদস্যরা কিন্তু শনিবার সন্ধ্যায় ওই হোটেলের ধ্বংসাবশেষে নীচে থেকেই বিজয়ের দেহ উদ্ধার হয়েছে এমনটাই টুইট করেছে ভারতীয় দূতাবাস। 
এদিকে, তুরস্ক এবং সিরিয়াল ভূমিকম্পে ভোটের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় ২৬ হাজার। বিজয় কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে তুরস্কের ভারতীয় দূতাবাস। বিজয় কুমারের দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top