স্কাই বাংলা ডেস্ক: রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস (Covid- 19)। চলতি বছরের রাজ্যে করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হলো বিহারের বাসিন্দার। মৃতার নাম ঊর্মিলা দেবী, বয়স ৮১। হাসপাতাল সূত্রে খবর সেপটিসিমিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন ঊর্মিলা দেবী। গত ৩১ শে জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি হন তিনি ।
এরপর ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। নিউমোনিয়া হয় তাঁর। তারপর সেপ্টিসেমিয়া অর্থাৎ শরীরের একাধিক অঙ্গ বিকল হয়। চিকিৎসকরা উর্মিলাদেবীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিহারের উর্মিলা দেবী। চলতি বছর এটাই রাজ্যে প্রথম করোনায় মৃত্যু, তাও আবার ভিনরাজ্যের বাসিন্দার। যা কিছুটা হলেও চিন্তা বাড়াল রাজ্যবাসীর।২০২০ সালের মার্চ থেকে দেশজুড়ে থাবা বসায় করোনা অতিমারী। গোটা বিশ্বেই ত্রাস তৈরি করেছিল তা। চিন (China) থেকে প্রথম ছড়ায় প্রাণঘাতী, অত্যন্ত সংক্রামক এই ভাইরাস।
প্রাণ গিয়েছে বহু মানুষের। ২১ সাল জুড়়েও ছিল এই ভাইরাসের দৌরাত্ম্য। পরবর্তী সময়ে করোনা ভাইরাসের একাধিক স্ট্রেনে বিপদ আরও বাড়ে। তারপর অবশ্য ধীরে ধীরে কোভিডের দাপট কমতে থাকে। আপাতত সংক্রমণের ভয় না থাকলেও মাস্ক কিংবা হ্যান্ড স্য়ানিটাইজারের ব্যবহার চলছে। তার মাঝেই উর্মিলাদেবীর মৃত্যুসংবাদে জনতা আরও কিছুটা সাবধানী হবেন বলে আশা স্বাস্থ্যকর্তাদের ।