ফের ট্রেন-ভোগান্তি নিত্য যাত্রীদের ! বাতিল একধিক ট্রেন

SKY BANGLA TV
0

আরো বেশ কিছুদিন অনেক ট্রেন বন্ধ থাকায় বর্ধমান হাওড়া কর্ড ও মেইন লাইনে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হবে। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কয়েকটি লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। বর্ধমান রেলস্টেশন সংলগ্ন ওভারব্রিজ ভাঙার কাজ চলছে। তার জন্য বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বর্ধমান হাওড়া কর্ড মেন শাখায় সব লোকাল ট্রেন চলাচল বন্ধ ছিল। এবার ১০ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল হতে চলেছে একগুচ্ছ লোকাল ট্রেন।বাতিল হচ্ছে আগামী ২১ ফেব্রুয়ারিতেও।প্রসঙ্গত, যে ওভারব্রিজটিকে ভেঙে ফেলার কথা বলা হয়, সেটি আগেই যান চলাচলের জন্য অনুপযুক্ত বলে ঘোষিত হয়েছিল। তাতে কাজের জন্য আগেও বেশ কয়য়েক দিন ট্রেন চলাচল ব্য়াহত হয়। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে পূর্ব রেলের তরফে বলা হয়, রক্ষণাবেক্ষণ, নির্বিঘ্ন পরিষেবার জন্য ওভারব্রিজ ভেঙে ফেলার কাজ সারা জরুরি। বর্ধমান স্টেশনের ওপর দিয়ে যাওয়া রেল ওভারব্রিজ ভেঙে ফেলার কাজ চলছে। তার জেরে ২৬ তারিখ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রেন চলাচল। বাতিল হচ্ছে বেশ কিছু লোকাল ও দূরপাল্লার ট্রেন। এক বিজ্ঞপ্তিতে পূর্ব রেল জানিয়েছে, বৃহস্পতিবার ৩১ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়। তার মধ্যে হাওড়া-বর্ধমান মেন লাইনে বাতিল ৩৪টি এবং কর্ড় লাইনে ২৮টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি, এদিন বাতিল হয়েছে ৪১টি দূরপাল্লার ট্রেনও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top