আদালতের নির্দেশ মেনে গ্রুপ ডি-র ১৯১১ জনের নাম, রোল নাম্বার, নিয়োগের মেমো নাম্বার প্রকাশের সহ সুপারিশপত্র বাতিলের অর্ডার প্রকাশ করেছে এসএসসি। যার অর্থ, বেআইনি নিয়োগপ্রাপ্ত ১৯১১ জন গ্রুপ ডি কর্মী চাকরী হারালেন।শুধু তাই নয় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, যাঁরা চাকরী হারালেন, তদন্তের স্বার্থে তাঁদের হেফাজতে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা সিবিআই। পাশাপাশি, এই ১৯১১ জনকে আদালতের কাছে ধাপে ধাপে নিজেদের বেতনও ফেরত দিতে হবে।
বিচারপতি আরও জানিয়েছেন, যেহেতু কমিশন নিজেই জানিয়েছে তাদের ভেরিফিকেশনে এই তথ্য এসেছে, তাই এদের সুপারিশ বাতিল করতে হবে। ১৯১১ জনের ভুল সুপারিশ হয়েছে। তাই কমিশনের সঙ্গে মধ্য শিক্ষা পর্ষদ আরেকটি নোটিস দিয়ে বাতিল করবে এদের চাকরি। যে শূন্যপদ তৈরি হবে সেখানে অপেক্ষমান তালিকা থেকে চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। তাঁর বক্তব্য, অপেক্ষমান তালিকায় যাঁরা আছেন, তাঁরা দীর্ঘদিন অপেক্ষা করছেন। তাঁরা এই ‘দুর্নীতির ভিক্টিম’। বিচারপতি বলেন, ‘২৪ ঘণ্টার বেশি অপেক্ষা করব না। এদের থেকে সুপারিশ করুন। যদি এদের ওএমআর বিকৃতি হয় পরে ফের বাতিল যাবে।’