বাঁকুড়ায় অসুস্থ অবস্থায় উদ্ধার স্টেপ ঈগল, চিকিৎসাতেও বাঁচলনা প্রাণ

Malay Singha
0

মলয় সিংহ, বাঁকুড়া: শীতের শুরুতেই বাঁকুড়ায় আনাগোনা শুরু হয়েছে পরিযায়ী পাখিদের। সোমবার বাঁকুড়ার সোনামুখীতে ভিন দেশ থেকে আসা এক পরিযায়ী স্টেপ ঈগলকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বনদপ্তর। পাখিটিকে সুস্থ করে তুলতে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বর্ধমান জুলজিক্যাল পার্কে। যদিও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি ওই পরিযায়ীকে। মঙ্গলবার সকালে বর্ধমানেই মৃত্যু হয় ওই পাখিটির।
উদ্ধার হওয়া স্টেপ ঈগল, নিজস্ব চিত্র 

সোমবার সোনামুখী রেঞ্জের নিত্যানন্দপুরে দামোদর নদের ক্যানেল পাড়ে একটি ঝোপ থেকে উদ্ধার হয় স্টেপ ঈগল নামে ওই পাখিটি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পাখিটিকে উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে যায় বনকর্মীরা। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই গাড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় বর্ধমানে। স্টেপ ঈগল হল হলো ইজিপ্ট ও কাজাখস্তানের জাতীয় পাখি। এই পাখিদের সংখ্যা ক্রমশ কমে যাওয়ায় বর্তমানে বিপন্ন প্রজাতি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে । মাংসাশী এই পাখিদের দেখা যায় মঙ্গোলিয়া, রাশিয়া, কাজাখস্তানে। এরা বিভিন্ন ছোট প্রাণী শিকার করে খায়। বাঁকুড়া উত্তর বনদপ্তরের ডিএফও‌ জে শেখ ফরিদ জানিয়েছেন পাখিটি দুর্বল অবস্থায় উদ্ধার হয়েছিল। চিকিৎসায় তাকে সুস্থ করে তুলতে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়েছিলাম। কিন্তু পরিযায়ী পাখিটিকে বাঁচানো যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top