স্কাই বাংলা, বাঁকুড়া: ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে মশার বাড়বাড়ন্ত কমাতে মেজিয়ার পাঁচটি অঞ্চলের বিভিন্ন জলাশয়ে ছাড়া হল গাপ্পি মাছ। এই গাপ্পি মাছ মশার লার্ভাকে খেয়ে শেষ করে দেয়। পাশাপাশি বৃহস্পতিবার দুপুরে মশা বাহিত রোগ নিয়ে মেজিয়ার অর্ধগ্রাম অঞ্চলের ভাঁড়া গ্রামে একটি সচেতনতা শিবিরও করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিক ও মেজিয়া ব্লক প্রশাসন এবং ব্লক স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।
![]() |
ভাঁড়া গ্রামে গাপ্পি নিয়ে সচেতনতা শিবির, নিজস্ব চিত্র |
উল্লেখ্য রাজ্য তথা জেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু ও ম্যালেরিয়া ছড়িয়ে পড়ছে। এই দুটিই মূলত মশা বাহিত রোগ। তাই সেই মশাকে নিকেশ করতেই এদিন গাপ্পি মাছ ছাড়া হল। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর মেজিয়া স্বাস্থ্য ব্লকে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ৩০ এর বেশি। এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে ২জন। তাই মশার বাড় বাড়ন্ত কমাতে এই কর্মসূচি বলে জানা গিয়েছে।
![]() |
জলাশয়ে ছাড়া হচ্ছে গাপ্পি মাছ, নিজস্ব চিত্র |