স্কাই বাংলা, বাঁকুড়া: দিনের পর দিন বাড়ছে পথ দুর্ঘটনা, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সেই পথ দুর্ঘটনা থেকে মানুষকে সচেতন করতে স্বয়ং উদ্যোগী হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রাজ্য সরকারের উদ্যোগে সেভ ড্রাইভ সেফ লাইফ নামে এক সচেতনতামূলক প্রকল্প গ্রহণ করা হয়। সেই প্রকল্প বাস্তবায়নে রাজ্যের বিভিন্ন প্রান্তে সজাগ দৃষ্টি রয়েছে রাজ্য পুলিশের। বাঁকুড়া জেলা পুলিশও নিয়েছে তাদের যথার্থ ভূমিকা।
 |
কচিকাঁচা বাইক আরোহীদের হেলমেট পরিয়ে দিচ্ছে পুলিশ, নিজস্ব চিত্র |
প্রায় এক সপ্তাহ ধরে চলছে বাঁকুড়া জেলা জুড়ে পথ সচেতনতা সপ্তাহ। মেজিয়া শিল্পাঞ্চলের পথ চলতি মানুষের পথসচেতনতা সুদৃঢ় করতে পথে নামল মেজিয়া থানার পুলিশ। তবে হেলমেট বিহীন বাইক চালক বা আরোহীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নয়, বরং পথ চলতি হেলমেট বিহীন কচিকাঁচা বাইক আরোহীদের মাথায় হেলমেট তুলে দিয়ে অভিভাবকদের সচেতনতার বার্তা দিলেন পুলিশ আধিকারিকরা। এছাড়াও রাতের অন্ধকারে পথ চলতি যানবাহন নজরে আনতে লাগানো হলো রেডিয়াম স্টিকার।
 |
বাইক আরোহীদের হেলমেট উপহার পুলিশের, নিজস্ব চিত্র |