স্কাই বাংলা বাঁকুড়া: বাঁকুড়া মেডিক্যালে বসলো প্রায় ২ কোটি টাকা মূল্যের ১০ টি আধুনিক মেশিন। সিএসআর প্রকল্পে এই মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই মূল্যবান মেশিন গুলি দিয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন। সম্প্রতি সেগুলি সরবরাহ করা হয়। মেশিন গুলি বসানোর পর বুধবার সেগুলি আনুষ্ঠানিক ভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে হস্তান্তর করে ওই সংস্থা। হাসপাতাল সূত্রে খবর সিএসআর প্রকল্পে আধুনিক মানের কয়েকটি চিকিৎসা যন্ত্র দেওয়ার কথা পাওয়ার গ্রিড কর্পোরেশন আগেই জানিয়েছিল।
 |
বাঁকুড়া মেডিক্যালে বসল আধুনিক যন্ত্র, নিজস্ব চিত্র |
সেই মতো সম্প্রতি আধুনিক মানের ১০ টি মেশিন হাসপাতালে আসে। মেশিন গুলির মোট মূল্য ১ কোটি ৮৪ লক্ষ ৩০ হাজার টাকা। মেডিক্যাল কতৃপক্ষ জানিয়েছেন এই মেশিনগুলি হাসপাতালের গাইনোকোলজি, ইএনটি, চক্ষু সহ আরো একাধিক বিভাগে ব্যবহৃত হবে রোগীদের বিশেষ পরীক্ষা, চিকিৎসা ও অপারেশনের কাজে । তার ফলে উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন রোগীরা।
 |
বাঁকুড়া মেডিক্যাল কলেজ, নিজস্ব চিত্র |