
স্কাই বাংলা, বাঁকুড়া: নিম্নচাপ কাটতে না কাটতেই ডায়েরিয়ার প্রকোপ দেখা দিল বাঁকুড়ায়। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুর লোহার পাড়া জুড়ে ছড়িয়ে পড়েছে ডায়েরিয়া। ইতিমধ্যেই প্রায় ৩৫ জন আক্রান্তকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় অমরকানন গ্রামীণ হাসপাতালে। স্থানীয়দের দাবি গ্রামে ডায়েরিয়ায় আক্রান্তের সংখ্যা আরো অনেক বেশি। তড়িঘড়ি ওই গ্রামে স্বাস্থ্য শিবির শুরু করেছে স্বাস্থ্য দফতর। ট্যাঙ্কারে করে পরিস্রুত পানীয় জল পৌঁছানোর পাশাপাশি গ্রামবাসীদের দেওয়া হচ্ছে জলের পাউচও। |
ডায়রিয়া আক্রান্তরা হাসপাতালে ভর্তি, নিজস্ব চিত্র |
স্থানীয় সূত্রে জানা গেছে গত শুক্রবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুর লোহার পাড়ায় জনা চারেক বাসিন্দা ডায়েরিয়ায় আক্রান্ত হন। আক্রান্তদের তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তারপর ঘন্টায় ঘন্টায় লাফিয়ে বাড়তে শুরু করে আক্রান্তের সংখ্যা। জানা গেছে রবিবার বিকেল পর্যন্ত অমরকানন গ্রামীণ হাসপাতালে ভর্তি মোট ৩২ জন। অনেকের শারিরীক অবস্থার তেমন অবনতি না ঘটায় বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছেন। খবর পেতেই শনিবার থেকে ওই গ্রামে শিবির শুরু করে স্বাস্থ্য দফতর। স্থানীয় নলকূপ ও পুকুরের জল কোনোভাবে দূষিত হয়ে পড়াতেই এমন বিপত্তি ঘটে থাকতে পারে এই আশঙ্কায় স্থানীয় নলকূপ ও পুকুরের জল ব্যবহার করতে নিষেধ করা হয়েছে গ্রামবাসীদের। বিকল্প হিসাবে জনস্বাস্থ্য কারিগরি দফতর ট্যাঙ্কারে করে গ্রামে জল সরবরাহ করছে। গ্রামবাসীদের দেওয়া হচ্ছে পানীয় জলের পাউচও। গঙ্গাজলঘাটি ব্লক স্বাস্থ্য আধিকারিক শর্মিলা দাস চ্যাটার্জি জয়েন্ট বিডিওকে নিয়ে গ্রামে এসে শিবিরের স্বাস্থ্যকর্মীদের পরামর্শ দিয়ে বলেন, বাড়ি বাড়ি ওয়ারিশ দেওয়া হয়েছে। পুকুর টিউবওয়েলের জল শোধনের ব্যবস্থা করার কাজ চলছে এই প্রক্রিয়া আগামী ৩ দিন চলবে। পঞ্চায়েতের সহযোগিতায় মাইকিং করে সচেতনতা প্রচার শুরু করেছেন বলেও তিনি জানান। তিনি বলেন জলবাহিত কারনেই এটা হয়েছে বলে প্রাথমিক ধারণা। তবে পুকুর টিউবওয়েলের জলের নমুনা নেওয়া হয়েছে। পরীক্ষার জন্য তা পাঠানো হয়েছে। পরিস্থিতি আয়ত্বের মধ্যেই রয়েছে বলে তিনি জানান।