সমাজ মাধ্যমে নিজের শিশু কন্যার ধর্ষণের ভিডিও দেখে আঁতকে উঠলেন বাবা! গ্রেপ্তার অভিযুক্ত কাকা

SKY BANGLA TV
0

স্কাই বাংলা,বাঁকুড়া: সমাজ মাধ্যমে নিজের শিশু কন্যার ধর্ষণের ভিডিও দেখে আঁতকে উঠলেন বাবা।রবিবার সন্ধ্যায় অভিযোগ দায়ের করলেন থানায়।রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতকে আদালতে তোলা হয়। ঘটনা বাঁকুড়ার একটি ব্লকের। সাড়ে তিন বছরের শিশু কন্যার বাবার অভিযোগ রবিবার বিকেলে এক বন্ধুর মোবাইলে ওই ভিডিও দেখে তিনি আঁতকে ওঠেন। সঙ্গে সঙ্গেই পুলিশের দ্বারস্থ হন।তিনি জানান গত শীতে তার কন্যার একবার প্রসাব করার সময় জ্বালা যন্ত্রনা হয়। রক্ত ও আসে। তারা শিশুটির গোপনাঙ্গে ক্ষত দেখে চিকিৎসা ও করিয়েছিলেন। কিন্তু শিশুটি কিছু বলতে না পারায় ওই ক্ষতের কারন বুঝতে পারেন নি তারা।রবিবার বিকেলে এক বন্ধুর মোবাইলে ওই ভিডিও দেখে তারা নিশ্চিত হন। অভিযুক্ত সম্পর্কে শিশুটির দূর সম্পর্কের কাকা, এক উনিশ বছরের যুবক। ভিডিও তে তাকেই এই নোংরা কাজ করতে দেখা গেছে। শিশুটির বাবার অভিযোগ সে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করেছিল ও তার ভিডিও করে সমাজ মাধ্যমে দিয়েছিল।পুলিশ জানায় শিশুটির মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। ধৃতের বিরুদ্ধে পকসো ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।সোমবার অভিযুক্তকে আদালতে তোলা হয়। ঘটনায় অভিযুক্ত যুবকের কঠোরতম সাজার দাবি জানিয়েছেন নির্যাতিতা শিশুর পরিবারের লোকজন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top