স্কাই বাংলা, বাঁকুড়া: শীতের পারদ ক্রমশই নিম্নমুখী, রাঢ়বঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই কনকনে ঠান্ডা শুরু হয়ে গিয়েছে। এই প্রবল ঠান্ডায় দুস্থ মানুষজনদের উষ্ণতার ছোঁয়া দিতে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিল দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। জেলার মেজিয়া, শালতোড়া, গঙ্গাজল ঘাঁটি ও বড়জোড়া এই চার থানা এলাকায় কয়েক হাজার দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে এই পরিবহন সংস্থা। রবিবার সংস্থার সদস্য সদস্যদের উপস্থিতিতে মেজিয়া হাই স্কুল ফুটবল ময়দান থেকে যার শুভ সূচনা করলেন দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি গৌতম মিশ্র।এই মহতী উদ্যোগে সাথে ছিলেন প্রশাসনিক,জনপ্রতিনিধি ও সমাজসেবীদের একাংশ। আনুষ্ঠানিকভাবে মেজিয়া থানা এলাকার প্রায় তিন হাজার মানুষের হাতে এদিন তুলে দেওয়া হয় কম্বল। দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এই মহতী উদ্যোগ এই প্রথম নয়। ১৯৮৬ সাল থেকেই তারা এই ধরনের সামাজিক দায়বদ্ধতায় নিজেদেরকে আবদ্ধ রেখেছেন। স্থানীয় মানুষজনেররাও চায় আগামী দিনেও দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন এইভাবে সামাজিক দায়বদ্ধতায় নিজেদেরকে নিয়োজিত রাখুক।