তৃণমূলের বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে দূর্ঘটনা! মৃত ২

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, বাঁকুড়া: তৃণমূলের বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে মোটর বাইক দূর্ঘটনায় মৃত্যু হলো দু'জনের। গুরুতর আহত আরও এক জন। মৃতদের নাম তপন মল্ল ও আলোক দুলে। 

রবিবার দুপুরে তালডাংরার হাড়মাসড়া-বিবড়দা রাস্তার উপর মৌলা গ্রাম সংলগ্ন এলাকার ঘটে এই ঘটনা।


স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে হাড়মাসড়ায় তৃণমূলের বিজয় মিছিল শেষে বাদ্যযন্ত্র দলের তিন সদস্য একটি মোটর বাইকে চেপে তালডাংরারই চাঁদকুড়ি গ্রামের বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে মৌলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটর বাইকটি রাস্তার পাশে পিলারে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তালডাংরা থানার পুলিশ। পুলিশ তিন জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা দু'জনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় বাপি মল্ল নামে এক জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top