উপঢৌকন নয়, রক্তদানের বিনিময়ে দেওয়া হল চারা গাছ!

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: রক্তদান মানেই জীবনদান। একজন মানুষ রক্তদান করলে বাঁচতে পারে অসংখ্য রোগীর প্রাণ। আর এমনই এক অভিনব উদ্যোগে সামিল হয়েছিলেন শিল্পাঞ্চলের বহু শ্রমিকরা। 

বৃহস্পতিবার গঙ্গাজলঘাটির দুর্লভপুরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে তৃণমূল শ্রমিক সংগঠন (INTTUC)। রক্তদানের বিনিময়ে তাঁরা রক্তদাতাদের হাতে তুলে দিলেন একটি করে চারা গাছ।

রক্তদাতাদের চারা গাছ উপহার, নিজস্ব চিত্র 
৫ই ডিসেম্বর ছিল আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। রক্তদান শিবিরের মাধ্যমে অভিনব ভাবে এই দিনটি উদযাপন করল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। 

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে বাঁকুড়ার দুর্লভপুর শ্রমিক ভবনে এই শিবির শুরু হয়। চলে বেলা ২টা পর্যন্ত। পরিসংখ্যান বলছে, ওই রক্তদান শিবিরে পুরুষ মহিলা সহ মোট ১০০ জন রক্তদান করেছেন। রক্তদাতাদের মধ্যে অধিকাংশই শ্রমিক। আয়োজকদের তরফ থেকে প্রত্যেক রক্তদাতার হাতে উপহার হিসাবে তুলে দেওয়া হয় একটি করে চারা গাছ। বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি রথীন ব্যানার্জি জানান, সবুজায়ন ঘটানোর লক্ষ্যেই তাদের এই উদ্যোগ।

চারাগাছ উপহার, নিজস্ব চিত্র 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top