কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে রাজ্যের ৮ টি বেসরকারি মেডিক্যাল কলেজে তল্লাশি অভিযান চলছে। তল্লাশি চলছে কলেজগুলির মালিকের বাড়িতেও। ইডি সূত্রেই জানা গিয়েছে, হলদিয়ায় তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের বাড়িতে তল্লাশি চলছে। তল্লাশি চলছে তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত মেডিক্যাল ও ডেন্টাল কলেজেও।
সকাল থেকে হলদিয়া ছাড়াও তল্লাশি চলছে দুর্গাপুরের তিনটি বেসরকারি মেডিক্যাল কলেজ ও বীরভূমের একটি মেডিকেল কলেজে। তল্লাশি চলছে কলকাতার তারাতলা এলাকার এক মেডিক্যাল কলেজের মালিকের আত্মীয়ের বাড়িতে।
অভিযোগ, টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে জমা করে শিক্ষার্থীদের ভর্তি করানো হয়েছে। আর সেই কোটার যোগ্য পড়ুয়ারা বঞ্চিত হয়েছেন। এই দুর্নীতির তদন্তে নেমে দেশজুড়ে একাধিক প্রথম সারির মেডিক্যাল কলেজের বিরুদ্ধে এই অভিযোগ সামনে এসেছিল। দুর্নীতির তদন্তে নেমে রাজ্যে মেগা অভিযান ইডির।