স্কাই বাংলা, বাঁকুড়া: জোর করে বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছিল সোনামুখীর একটি বৈধ ঘাট থেকে। অভিযোগ পেয়ে সেই বালি পাচার রুখতে গিয়ে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হতে হলো সোনামুখী থানার পুলিশকে। ওই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে একটি বালি বোঝায় ট্রাক্টর। শুক্রবার ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।জানা গিয়েছে, বৃহস্পতিবার সোনামুখির ডিহিপাড়া এলাকায় একটি বৈধ বালিঘাট থেকে জোর পূর্বক ট্রাক্টরে করে বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ। তখন ৪ টি ট্রাক্টরের মধ্যে ২ টি ট্রাক্টরকে নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। বাকি দুটি ট্রাক্টরকে বাজেয়াপ্ত করে পুলিশ। সেগুলিকে নিয়ে পুলিশকর্মীরা থানায় ফেরার পথে আমশোল মোড়ের কাছে একদল দুষ্কৃতি চড়াও হয় পুলিশের উপর। সেখানে তিনজন পুলিশ কর্মীকে তারা মারধর করে বলে অভিযোগ। সেই সঙ্গে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় একটি ট্রাক্টর। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয় চারজনকে। একটি ট্রাক্টর পুলিশ বাজেয়াপ্ত করতে পেরেছে। আর এই ঘটনায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।