মন্ত্রীর বিরুদ্ধে পোস্টার ঘিরে শোরগোল বাঁকুড়ায়, বিরোধীদের চক্রান্ত দাবি তৃণমূলের

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, বাঁকুড়া: মন্ত্রীর বিরুদ্ধে পোস্টার ঘিরে শোরগোল বাঁকুড়ায়। তালডাংরা বিধানসভার উপ নির্বাচন আর হাতেগোনা মাত্র কয়েকটা দিন। এবার তার আগেই অস্বস্তিতে পড়ল শাসক দল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে এবার বাঁকুড়ার ইন্দপুরে কুরুস্থলিয়া বাস প্রতীক্ষালয়ে পোস্টার পড়লো রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। 

সোমবার সকালের এই ঘটনায় রীতিমতো শোরগোল  পড়ে যায় এলাকায়। স্থানীয় সূত্রে খবর সাধারণ জনগণের নাম দেওয়া ওই পোস্টারে বড় বড় করে বাংলা হরফে লেখা খোদ রাজ্যর খাদ্য প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডির জমির পরিমাণ বৃদ্ধি পাওয়া থেকে রানীবাঁধের তালবেড়িয়ায় কোটি কোটি টাকা ব্যয়ে রিসোর্ট তৈরি হলো কিভাবে সে প্রশ্ন তোলা হয়েছে। এদিন সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ওই পোস্টার গুলি। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি। 

Jyotsna Mandi against poster
মন্ত্রীর বিরুদ্ধে পোস্টার, নিজস্ব চিত্র 
যদিও এ বিষয়ে খাদ্য প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। বিজেপি জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল বলেন সাধারণ মানুষজন আজ সমস্ত চুরি ধরে ফেলেছে তাই এ ধরনের পোস্টার জনসাধারণরা রাখছে। তালডাংরা বিধানসভার উপনির্বাচন যত সামনে আসবে তত এ ধরনের সমস্ত চুরি প্রকাশ্যে আসবে। 

অন্যদিকে এ বিষয়ে বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রামানুজ সিংহ মহাপাত্র জানান যে, তালডাংরা বিধানসভায় উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু বিপুল ভোটে জিতবে। বিরোধীরা এ মুহূর্তে দিশা পাচ্ছে না তাই তারা এসব পোস্টার লাগাচ্ছে। এটা সম্পূর্ণ বিজেপি সিপিএমের চক্রান্ত।

Jyotsna Mandi against poster
মন্ত্রীর বিরুদ্ধে পোস্টার, নিজস্ব চিত্র 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top