স্কাই বাংলা, কলকাতা: কালীপুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা৷ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। পুজোর আগে ফের একবার উৎসবের আনন্দে জল ঢালতে প্রস্তুতি নিচ্ছে বাংলার আবহাওয়া! ঘুর্নাবর্তের জেরে মঙ্গলবার বিকেল থেকেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বুধবার বাড়বে বৃষ্টি। তৈরি হবে ঘূর্ণিঝড়ও। এই ঘূর্ণিঝড়টি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে এসে পৌঁছবে। পরে ২৪ অক্টোবর সকালে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে। যার জেরে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত উত্তাল থাকবে বঙ্গোপসাগর।
 |
প্রতীকী ছবি- ইন্টারনেট |
সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের। ঘূর্ণিঝড়ের জেরে সাগরে ১১০ থেকে ১২০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর বুধবার দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার উপকূলীয় জেলাগুলিতে বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেখানে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও ঝাড়গ্রামে।