পঞ্চায়েতে হানা দিল বুনো হাতি! ভাঙল কার্যালয়ের সীমানা প্রাচীর

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, বাঁকুড়া: পঞ্চায়েত অফিসে হাতির হানা। ভাঙল পঞ্চায়েত কার্যালয়ের সীমানা প্রাচীর। বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতেরের ঘটনা। 

স্থানীয় সূত্রে খবর শুক্রবার ভোরে বেলিয়াতোড় রেঞ্জের বড়কুড়া গ্রামে হানা দেয় একটি বুনো হাতি। আর ওই গ্রামেই রয়েছে বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়। সেখানে হানা দিয়ে পঞ্চায়েতের সীমানা প্রাচীরের বেশ কিছুটা অংশ ভেঙে দেয় হাতিটি। পাশাপাশি ওই দিন মাঠের ধানেরও বেশ কিছুটা ক্ষতি করেছে হাতিটি এমনটাই স্থানীয়দের অভিযোগ।

Elephant
প্রতীকী ছবি- ইন্টারনেট 
গ্রাম পঞ্চায়েতের এক কর্মী জানিয়েছেন শুক্রবার ভোরে প্রথমে পঞ্চায়েতে হানা দেয় হাতিটি। প্রায় ২০ থেকে ২৫ ফুট প্রাচীর ভেঙে ফেলে হাতিটি। প্রাচীর ভাঙার বিষয়টি বনদপ্তরকে জানানো হয়েছে। 

অন্যদিকে বনদপ্তর জানিয়েছে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top