প্রয়াত শিল্পপতি রতন টাটা, ভর্তি ছিলেন হাসপাতালে

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, মুম্বাই: প্রয়াত টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা। বুধবার রাতে তাঁর মৃত্যু হয় বলে খবর। জানা গিয়েছে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
Ratan tata
রতন টাটা, ছবি- ইন্টারনেট 
গত সোমবার সকালে হঠাৎ খবর ছড়ায় রতন টাটা হাসপাতালে ভর্তি। কিন্তু এর কিছু পরে তিনি নিজেই সোশ্যাল পোস্টে জানান, সেটা ভুল খবর। তারপর থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছিল। রতন টাটা অবশ্য় নিজেই জানিয়েছিলেন, রেগুলার চেক আপের জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছিলেন, 'আমার স্বাস্থ্য নিয়ে অনেক জল্পনা ছড়াচ্ছে। ওইসব জল্পনার কোনও ভিত্তি নেই'। কিন্তু বুধবার আরও একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট দাবি করে, রতন টাটা হাসপাতালে ভর্তি এবং তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এরপর বুধবার রাতেই তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে । 
Ratan Tata death
রতন টাটা, ছবি- ইন্টারনেট 




বিস্তারিত আসছে .....

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top