আবাসের তালিকা যাচাইয়ে আগামীকাল থেকে সমীক্ষা রাজ্যের

SKY BANGLA TV
0


স্কাই বাংলা, কলকাতা: আগামীকাল ২১ শে অক্টোবর থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বাংলা আবাস যোজনার সমীক্ষা। ৩০ শে অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন ধরে চলবে এই সমীক্ষা।

কেন্দ্র বঞ্চনা করায় ১১ লক্ষ মানুষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাগার থেকে বাড়ি তৈরী করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। আগামী ২০ ডিসেম্বর বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা উপভক্তদের অ্যাকাউন্টে ঢোকার কথা। পুজো শেষে এবার তারই প্রস্তুতি শুরু হয়েছে রাজ্যজুড়ে। আগামীকাল থেকে বাংলা আবাস যোজনায় উপভোক্তাদের চূড়ান্ত তালিকা করতে সরকারি কর্মীরা বাড়ি-বাড়ি যাচাই করতে যাবেন। আবেদনকারীরা প্রয়োজনীয় শর্ত পূরণ করেছেন কিনা তা খতিয়ে দেখবেন সরকারি কর্মীরা। পুরনো তালিকা ছাড়াও এবারের বন্যায় অনেকেরই ঘরবাড়ি ভেঙে গিয়েছে। এমন অনেকেই রয়েছেন যাদের নাম বাদ পড়েছিল তালিকা থেকে তারাও সরাসরি এই ব্যাপারে মুখ্যমন্ত্রী কে অভিযোগ জানিয়েছিলেন। এমন ব্যক্তিদেরও বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে। স্বচ্ছতা বজায় রাখতে মোবাইল অ্যাপের মাধ্যমে উপভোক্তাদের বাড়ির জিও ট্যাগ করবেন সমীক্ষকরা। 

প্রতীকী ছবি- ইন্টারনেট 
প্রশাসন সূত্রে খবর, গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিটি সমীক্ষা দলে ৩ জন করে সরকারি কর্মী থাকবেন। নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন করা হবে। যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের বর্তমান বাড়ি এবং প্রস্তাবিত বাড়ির জায়গায় ছবি তুলে তার জিও ট্যাগ করা হবে। আবাস যোজনায় চূড়ান্ত তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে কমপক্ষে ১০টি নিয়ম দেখে নিতে বলা হয়েছে সমীক্ষকদের। বাংলা আবাস যোজনায় যেসব নিয়ম রয়েছে তা সঠিকভাবে সমীক্ষা করেই চূড়ান্ত তালিকা প্রস্তুত হবে।

 ৩০ শে অক্টোবরের পর বিডিও এবং জয়েন্ট বিডিও কমপক্ষে ১৫ শতাংশ উপভোক্তাদের বাড়ি পুনরায় যাচাই করবেন। ২০ ডিসেম্বর প্রথম কিস্তির ৬০,০০০ টাকা উপভোক্তাদের একাউন্টে ঢুকবে। এভাবেই ধাপে ধাপে টাকা দেয়া হবে। চূড়ান্ত তালিকা জেলা হয়ে রাজ্যে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top