স্কাই বাংলা, কলকাতা: রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষনা করল বিজেপি(BJP)। ১৩ ই নভেম্বর রাজ্যের ৬ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেই উপনির্বাচনে এবার প্রার্থী ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। বাঁকুড়ার তালডাংরায় বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। তিনি বাঁকুড়া পুরসভার নির্দল কাউন্সিলর ছিলেন। কিছুদিন আগেই বিজেপিতে যোগ দেন তিনি।
 |
ছবি- ইন্টারনেট |
অন্যদিকে সিতাইতে বিজেপি প্রার্থী করেছে দীপক কুমার রায়কে। মাদারীহাটে বিজেপি প্রার্থী রাহুল লোহার । নৈহাটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে রূপক মিত্র কে। হাড়োয়ায় বিমল দাস, এবং মেদিনীপুরে বিজেপি প্রার্থী করেছে শুভজিৎ রায়কে।
১৩ই নভেম্বর রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। গণনা ২৩ শে নভেম্বর।
 |
বিজেপির প্রার্থী তালিকা |