রণক্ষেত্র RG কর হাসপাতাল! ব্যাপক ভাঙচুর, মারধোর চিকিৎসকদের

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, কলকাতা: বুধবার গভীর রাতে একেবারেই রণক্ষেত্র আরজি কর মেডিক্যাল কলেজ। রাজ্যজুড়ে যখন নারী স্বাধীনতার দাবিতে প্রতিবাদ চলছে তখন আরজি কর হাসপাতালে ঢুকে তাণ্ডব চালাল একদল বহিরাগত যুবক।
RG করে হামলা- নিজস্ব চিত্র 
বেধড়ক মারধর করা হয় কর্মবিরতিতে অংশ নেওয়া চিকিৎসকদের। ভেঙে ফেলা হয়েছে চিকিৎসকদের ধর্নামঞ্চ। ৩০ থেকে ৪০ জন বহিরাগতদের মারমুখী মেজাজের সামনে ভয় পেতে দেখা গিয়েছে পুলিশকর্মী দেরকেও। হামলা চালানো হয় সাংবাদিক দের ওপরেও। আরজি করের জুনিয়র চিকিৎসকদের মতে, হামলাকারীরা সকলেই বহিরাগত। তাদের দাবি প্রমাণ লোপাট করতেই হয়তো হামলা চালানো হয়েছে। 
আরজি কর হাসপাতালে ভাঙচুর- নিজস্ব চিত্র 
পরিস্থিতি এতটাই গুরুতর যে এখনো পর্যন্ত ঘটনাস্থলে র‌্যাফ নামানোও সম্ভব হয়ে উঠেনি।তবে কারা করল এই গণ্ডগোল তার কোনও উত্তর এখনও পাওয়া যায়নি।
ভাঙা হলো চিকিৎসকদের মঞ্চ- নিজস্ব চিত্র 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top