স্কাই বাংলা: উত্তপ্ত বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঠেকাতে এবার নাইট কারফিউ জারি করলো মণিপুর সরকার। অসম সীমানা লাগোয়া ফেরজল এবং জিরিবাম এই দুই জেলায় রাত্রিকালীন কারফিউ জারি করার নির্দেশ দেওয়া হয়েছে ডেপুটি কমিশনারকে। পাশাপাশি রাজ্যে নিরাপত্তা ও সতর্কতা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব তাঁর নির্দেশে বলেন, বাংলাদেশে বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে প্রতিবেশী দেশ থেকে মণিপুরে লোকের অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে।
![]() |
| ছবি সৌ: NDTV |
ফেরজাল এবং জিরিবাম জেলার ডেপুটি কমিশনাররা সেই অনুযায়ী ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) এর অধীনে নাইট কারফিউ জারি করেছেন।
![]() |
| নাইট কারফিউ- ছবি ইন্টারনেট |



