স্কাই বাংলা, বাঁকুড়া: পাতা ফাঁদে ধরা পড়লো বিশাল আকৃতির মাছ! তাও আবার নদী বা সমুদ্র থেকে নয়, মেজিয়ার তারাপুর ঝিল থেকে উঠে এলো এই বিশাল আকৃতির মাছটি! সোমবার সন্ধ্যার এই ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়ে এলাকায়। বিশাল আকৃতির এই মাছ দেখতে ভিড় জমান এলাকার উৎসাহী মানুষজন।
 |
| মেজিয়ায় উদ্ধার বিশাল আকৃতির মাছ- নিজস্ব চিত্র |
সূত্রের খবর সোমবার সন্ধ্যায় বাঁকুড়ার মেজিয়ার তারাপুর ঝিলে পাতা ফাঁদে ধরা পড়ে ৪০ কেজি ৫২০ গ্রাম ওজনের একটি মাছ। মাছটির নাম ব্ল্যাক কার্প বলে জানা গিয়েছে। সোমবার রাত্রে মাছটি রাখা হয় মেজিয়া আড়তে। সেখানেই মাছটি নিলাম করেন ঝিল মালিক আশিস চক্রবর্তী। মঙ্গলবার সকালে মাছটি ৩০০ টাকা কেজি দরে গঙ্গাজলঘাটির খোলা বাজারে বিক্রি হয়।
 |
| ঝিল থেকে উদ্ধার দৈত্যাকার মাছ- নিজস্ব চিত্র |