স্কাই বাংলা, বাঁকুড়া: মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ব্রেকার বিস্ফোরণে ঝলসে গুরুতর জখম এক ইঞ্জিনিয়ার ও চার ঠিকা শ্রমিক। আহতদের উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটে মেরামতির কাজ চলাকালীন ইলেক্ট্রিক ব্রেকার বাষ্ট করে । তার ফলে আগুনে ঝলসে যান ওই জায়গায় কর্মরত এক ইঞ্জিনিয়ার ও চার জন ঠিকা শ্রমিক । দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে এমটিপিএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের।
![]() |
ঠিকা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে প্রণব কর্মকার ও উজ্জ্বল ঢাংদের অভিযোগ রক্ষানাবেক্ষনের কাজ চলার সময় ২ ইউনিট শাটডাউন ছিল। তাহলে ব্রেকারে বিদ্যুৎ সরবরাহ কারা করে রেখেছিল। এর সঠিক তদন্ত করতে হবে। তাদের অভিযোগ সেফটি ও সুরক্ষার ব্যাপারে ডিভিসির গাফিলতি বরাবরের। উপযুক্ত ক্ষতিপূরণেরও দাবি করেছেন তাঁরা। অন্যদিকে বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি রথীন ব্যানার্জী জানান যে, কর্তৃপক্ষের গাফিলতির জেরেই এই বড়সড় দুর্ঘটনা। এর পরেও যদি শ্রমিক সুরক্ষার ব্যাপারে ডিভিসি কতৃপক্ষ আরও বেশি সচেতন না হয় তাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে ডিভিসির চিফ জেনারেল ম্যানেজার ও প্রকল্প প্রধান প্রদ্যুম্ন প্রসাদ শাহার সাথে ফোনে যোগাযোগ করা হলে তার কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।
![]() |
| মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র- নিজস্ব চিত্র |



