স্কাই বাংলা, কলকাতা: বুদ্ধবাবুর প্রয়াণের পরে আজ পূর্ণ দিবস সরকারি ছুটির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জানান, সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্মান জানাবে রাজ্য সরকার।
বৃহস্পতিবার সকাল ৮ টা ২০ মিনিট নাগাদ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। বাংলার ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় ও শেষ মুখ্যমন্ত্রীর জীবনাবসান।
![]() |
| প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য |
বৃহস্পতিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পরে সংবাদমাধ্যমে মমতা জানান যে আজ পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হচ্ছে।


