প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী, আজ পূর্ণ দিবস ছুটি ঘোষণা মমতার!

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, কলকাতা: বুদ্ধবাবুর প্রয়াণের পরে আজ পূর্ণ দিবস সরকারি ছুটির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জানান, সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্মান জানাবে রাজ্য সরকার। 

বৃহস্পতিবার সকাল ৮ টা ২০ মিনিট নাগাদ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। বাংলার ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় ও শেষ মুখ্যমন্ত্রীর জীবনাবসান। 

প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য 
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ''এই মুহূর্তে আমি খুব দুঃখিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদেরও আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'' পাশাপাশি মুখ্যমন্ত্রী এও বলেছেন, এই খবর শোনার পর তিনি মর্মাহত হয়েছেন। ইতিমধ্যে জানা গেছে, দুপুরের মধ্যেই বুদ্ধদেব ভট্টাচার্যকে অন্তিম শ্রদ্ধা জানাতে তাঁর বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পরে সংবাদমাধ্যমে মমতা জানান যে আজ পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top