উঠল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি, বাজারে কমতে পারে আলুর দাম !

Malay Singha
0

স্কাই বাংলা, হুগলি: রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির ডাকা কর্মবিরতি জেরে বাজারে আলুর জোগানে ঘাটতি দেখা দিয়েছিল ব্যাপক। ফলে লাফিয়ে বাড়ছিল খোলা বাজারে আলুর দাম। অবশেষে মিলল স্বস্তি! বুধবার হুগলির হরিপালে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে বৈঠকে বসলেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক সহ অন্যান্য সদস্যরা। দীর্ঘক্ষন বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে ধর্মঘট প্রত্যাহারের কথা জানান প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায়।
ছবি- ইন্টারনেট 
গত শনিবার বাঁকুড়ার জয়পুরে একটি বেসরকারি হোটেলে বৈঠকে বসে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটি। ওই বৈঠক থেকে অনির্দিষ্টকালের জন্য রাজ্য জুড়ে কর্ম বিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ ছিল রাজ্যজুড়ে বিভিন্ন বর্ডারে আটকে দেওয়া হচ্ছে আলুর গাড়ি, আলু গাড়ী রাজ্যের বাইরে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং গাড়ি আটকে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ। আর এরই প্রতিবাদে রবিবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছিলেন তাঁরা। অবশেষে বুধবার রাজ্যের কৃষি বিপণন মন্ত্রীর সাথে বৈঠকে বসে সদর্থক আলোচনার পরই কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।
ছবি- ইন্টারনেট 
তবে ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ে রাজ্যকে ভেবে দেখার আবেদন জানিয়েছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা। তবে ভিন রাজ্যে আলু যাবে কি না, এ নিয়ে কোনও সদর্থক উত্তর দেননি মন্ত্রী বেচারাম মান্না। আলুর জোগান ও দাম স্বাভাবিক হলে ভিন রাজ্যে আলো পাঠানো নিয়ে রাজ্য ভাববে বলে জানান মন্ত্রী বেচারাম মান্না।

আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতি প্রত্যাহার করার ফলে বাজারে আলুর জোগানে ঘাটতি পড়বে না। কিন্তু আদৌ দাম কমবে কি?

ছবি- ইন্টারনেট 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top