স্কাই বাংলা, বাঁকুড়া: প্রাথমিক শিক্ষকদের রক্তদান শিবিরে হলঘর দিতে আপত্তি বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের। হাইকোর্টের দ্বারস্থ শিক্ষক সংগঠন। শর্তসাপেক্ষ রক্তদান শিবিরের অনুমতি দিলেন বিচারপতি অমৃত সিনহা। ২৮শে জুলাই সকাল দশটা থেকে দুপুর ২ টা পর্যন্ত রক্তদান শিবিরের অনুমতি দিলেন বিচারপতি। তবে হল ঘরে থাকা কোনো নথিতে হাত দেওয়া যাবে না বলে নির্দেশ দিল আদালত।যদিও হাইকোর্টের এই রায়ে আদৌও সন্তুষ্ট নয় বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। সংসদের চেয়ারম্যান জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে আগামীদিনে ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হবে ।