স্কাই বাংলা, বাঁকুড়া: জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ছাত্রীর! মৃতের নাম শ্রাবন্তী মন্ডল। জয়পুরের বান্না গ্রামের বাসিন্দা ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকালে টিউশন পড়ে সাইকেলে করে বাড়ি ফিরছিল একাদশ শ্রেণীর ছাত্রী শ্রাবন্তী। সে সময় জয়পুরের চাতরা মোড়ের কাছে একটি লরি তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পড়ুয়ার ।
 |
নিজস্ব চিত্র |
আর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । রাস্তায় মৃতদেহ ফেলে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পরে অবরোধ হটাতে পুলিশ লাঠিচার্জ করেও বলে অভিযোগ স্থানীয়দের। যদিও পুলিশ লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে। পরে পরিস্থিতি আয়ত্তে এনে রাস্তা থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক লরিটিকে আটক করার পাশাপাশি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভিডিও দেখতে ক্লিক করুন 👆