স্কাই বাংলা, বাঁকুড়া: শুক্রবার মৃত ভ্রূণ উদ্ধারেরর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ায়। বাঁকুড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের পালিতবাগান এলাকায় রাস্তার পাশে ড্রেনের জলে একটি মৃত ভ্রুণ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর চাউর হতেই ভ্রূণ দেখতে প্রচুর মানুষ ভিড় জমাতে থাকেন।
স্থানীয়দের একাংশের দাবি ভ্রুণটি পাঁচ থেকে ছয় মাসের মাতৃগর্ভের হয়ে থাকতে পারে। বেসরকারিভাবে অবৈজ্ঞানিক উপায়ে গর্ভপাত করিয়ে কেউ বা কারা এই এলাকায় ফেলে থাকতেও পারেন বলে তাঁদের অনুমান।
![]() |
নিজস্ব চিত্র |