স্কাই বাংলা: কেরলে বাক বিতন্ডায় জড়িয়ে চলন্ত ট্রেন থেকে টিকিট পরীক্ষককে ফেলে দিল এক যাত্রী। যার ফলে মৃত্যু হয়েছে ওই টিকিট পরীক্ষককের। মঙ্গলবারে এই ঘটনাটি ঘটে এর্নাকুলাম-পাটনা সুপারফাস্ট এক্সপ্রেস-এ। মৃত টিকিট পরীক্ষকের নাম কে বিনোদ। অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করেছে রেল পুলিশ।
 |
প্রতীকী ছবি |
সুত্রের খবর, অভিযুক্ত ওই যাত্রী নাম রজনীকান্ত। তিনি ওড়িশার বাসিন্দা। সে পেশায় একজন পরিযায়ী শ্রমিক। মঙ্গলবার সন্ধ্যায় তিনি এর্নাকুলাম-পাটনা সুপারফাস্ট এক্সপ্রেসে করে পাটনা যাচ্ছিলেন। সেইসময় কেরলের ত্রিশুর জেলার ভেলাপপায়ায় টিকিট পরীক্ষক তাঁর কাছ থেকে টিকিট দেখতে চায়। অভিযুক্তর কাছে টিকিট না থাকায় তিনি বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। সেই সময় তিনি চলন্ত ট্রেন থেকে টিকিট পরীক্ষক কে ধাক্কা দিয়ে লাইনের নীচে ফেলে দেয় বলে অভিযোগ। যার ফলে মৃত্যু হয় ওই টিকিট পরীক্ষককের। জানা গিয়েছে ওই যাত্রী সেইসময় মদ্যপ অবস্থায় ছিলেন। অভিযুক্ত ওই যাত্রীকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিনোদের পরিবারের সদস্যরা।
 |
প্রতীকী ছবি |