স্কাই বাংলা, বাঁকুড়া: বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে এক অন্য ছবি! ঈদের শুভেচ্ছা বিনিময় সিপিএম ও তৃণমূল প্রার্থীর। এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রে সিপিএম-এর প্রতীকে লড়ছেন আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত। এবং তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হয়েছেন অরূপ চক্রবর্তী। ঈদ উপলক্ষে গোটা দেশের সঙ্গে বাঁকুড়া উৎসব মুখর। বৃহস্পতিবার বাঁকুড়া শহরের মাচানতলায় বঙ্গ বিদ্যালয় মাঠে সেই ঈদের অনুষ্ঠানের শুভেচ্ছা বিনিময় করতে হাজির হয়েছিলেন এই দুই প্রার্থী। সেখানে একে অপরকে দেখে হাসলেন, কথা বললেন এবং হ্যান্ডশেকও করলেন।
সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত বলেন, এটা একটা রাজনৈতিক সৌজন্যতা। বাংলার রাজনীতিতে এমনই সংস্কৃতি ছিল। এবং এটাই থাকা উচিৎ বলে তাঁর মতামত । তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী জানিয়েছেন, ঈদের অনুষ্ঠানের শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছিলাম । সেখানেই সিপিএম প্রার্থীর সাথে দেখা হয়। বাঁকুড়া জেলা আদালতের আইনজীবী হিসাবে পূর্ব পরিচিত নীলাঞ্জন। দেখা হতেই সৌজন্য বিনিময় হয়েছে। এছাড়াও INDIA জোটে উভয় রাজনৈতিক দলই রয়েছে। সেকারণেই ইদের দিনে সৌজন্য বিনিময় করেছেন। অন্যদিকে সৌজন্য বিনিময়ের বিষয়টিকে কটাক্ষ করেছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তাঁর দাবি পুরো বিষয়টি সংখ্যালঘু তোষণ ও নাটক।