বাঁকুড়ায় রাস্তার দাবিতে পথ অবরোধ বামেদের

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাইপ লাইন বসাতে গিয়ে গ্রাম সড়ক যোজনায় তৈরী রাস্তার দফারফা, বেহাল সড়ক পুন:নির্মাণের দাবীতে রবিবার সকাল থেকে বড়জোড়া-দুর্লভপুর রাজ্যসড়ক অবরোধ করে সিপিএম কর্মী সমর্থকরা।
বাঁকুড়ার বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রাম থেকে মেটালি হয়ে দুর্গাপুর ব্যারেজ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তা গ্রাম সড়ক যোজনায় তৈরী হয়েছিল বেশ কয়েক বছর আগে। বছর দুয়েক আগে সেই রাস্তা বেহাল হয়ে পড়ায় তা মেরামত করতেও কসুর করেনি প্রশাসন। কিন্তু সম্প্রতি ওই রাস্তার নীচ দিয়ে পাইপ লাইন বসাতে গিয়ে রাস্তার দফারফা করে দেয় জনস্বাস্থ্য কারিগরি দফতর। ভাঙা রাস্তায় ছাই ফেলে সেই সড়কের বেহাল অংশ ঢাকা দিলেও দিন কয়েক যেতে না যেতেই ফের বেরিয়ে পড়েছে রাস্তার কঙ্কালসার চেহারা। প্রতিদিন বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। অবিলম্বে রাস্তা পুন:নির্মাণের দাবীতে এবার রাস্তায় নামল সিপিএম। রবিবার সকাল থেকে রাস্তা অবরোধ করে চলে লাগাতার বিক্ষোভ। বড়জোড়া থানার পুলিশ অবরোধকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে তুমুল বচসা হয় অবরোধকারীদের। অবরোধকারীদের দাবী রাস্তার কাজ শুরু না হওয়া পর্যন্ত তাঁরা কোনোভাবেই আন্দোলন থেকে পিছু হঠবে না। অন্যদিকে সিপিএম এর এই আন্দোলনকে নোংরা রাজনীতি বলে কটাক্ষ করেছে বড়জোড়া বিধানসভার তৃনমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top