স্কাই বাংলা বাঁকুড়া: মঙ্গলবার ভোরে বাঁকুড়ার গঙ্গাজলঘাটির লাগাপাড়ায় দাঁড়িয়ে থাকা লরির পিছনে ডাম্পারের ধাক্কা, অল্পের জন্য প্রাণে বাঁচল গাড়ির চালক ও খালাসী।স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার ভোরে দুর্লভপুর-বড়জোড়া রাজ্য সড়কের লাগাপাড়ার কাছে একটি লরি দাঁড়িয়ে ছিল। বড়জোড়া দিক থেকে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ওই লরিটির পিছনে। পাশে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের পাঁচিলেও ধাক্কা মারে ওই দুটি গাড়ি। ফলে পাঁচিলের বেশ কিছু অংশ ভেঙে যায়। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গাজলঘাটি থানার পুলিশ।



