বিভিন্ন দাবিতে বাঁকুড়ায় পথ অবরোধ পশ্চিমবঙ্গ ল' ক্লার্কস্ অ্যাসোসিয়েশনের

Malay Singha
0

মলয় সিংহ, বাঁকুড়া: মাসিক ভাতা, আদালত চত্বরে বসে কাজ করার জন্য স্থায়ী জায়গা, শৌচাগার নির্মাণ ও স্বাস্থ্যবীমা চালু সহ একাধিক দাবিতে আন্দোলনে নামলেন পশ্চিমবঙ্গ ল' ক্লার্কস্ অ্যাসোসিয়েশন। শুক্রবার ওই সংগঠনের বাঁকুড়া শাখার সদস্যরা জেলা আদালত চত্বর থেকে মিছিল করে রানীগঞ্জ-বিষ্ণুপুর জাতীয় সড়কের উপর লক্ষ্যাতড়া শ্মশান সংলগ্ন এলাকায় 'প্রতিকী' পথ অবরোধ করেন। রাস্তার উপর বসে পড়ে তাঁরা তাঁদের দাবির সমর্থণে স্লোগান দিতে থাকেন। এদিনের এই অবরোধের জেরে ব্যস্ততম জাতীয় সড়কে দীর্ঘক্ষণ আটকে পড়ে বেশ কিছু যাত্রী ও পণ্যবাহি যানবাহন। আধ ঘন্টা পর অবরোধ উঠে যায়।
আন্দোলনকারী পশ্চিমবঙ্গ ল' ক্লার্কস্ অ্যাসোসিয়েশনের বাঁকুড়া শাখার সদস্যরা জানিয়েছেন, আমরা দিন রাত এক করে কাজ করি, কিন্তু কাজের নিশ্চয়তা নেই। কেউ অসুস্থ হয়ে পড়লে বা বয়সজনিত কারণে অবসর নিলে সংসার খরচ চালানোই সমস্যা হয়ে পড়ে। এই অবস্থায় ত্রুটি পূর্ণ ল-ক্লার্ক আইন সংশোধন সহ বেশ কিছু পেশাগত দাবিতে তাঁরা পথে নেমেছেন। অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে তাঁরা নামবেন বলেও জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top