মলয় সিংহ, বাঁকুড়া: রাজ্যে রাজনৈতিক পালা বদলের সাথে সাথে নদীর এপার থেকে ওপারের সংযোগের জন্য মিলেছিল আশ্বাস। সেই আশ্বাসমতো কাজ শুরু হয়েছিল ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছিল নদী ব্রিজের। আজ নদী ব্রিজের কাজ অর্ধেকটি হয়ে গেল দীর্ঘ দশ বছর ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে।এই চিত্রটি হল বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের গামিদ্যা এবং ওন্দা শহরের মাঝে।যেকোনো প্রয়োজন হলে গামিদ্যা সহ বেশ কয়েকটি গ্রামের মানুষকে ছুটে যেতে হয় ওন্দাতে। কিন্তু গামিদ্যা সহ বেশ গ্রামের এবং ওন্দা শহরের মাঝখানের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দ্বারকেশ্বর নদী।কি কারনে ব্রীজের কাজ অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে তা সকলেই অজানা। তবুও স্থানীয় বাসিন্দারা মনে করছেন এই টাকা আত্মসাৎ করেছে শাসক দলের নেতারা।নদীর ব্রিজের কাজ সম্পূর্ণ না হওয়ায় নদীর এপার থেকে ওপারের সংযোগের মাধ্যম হিসেবে বাধ্য হয়ে বেছে নিতে নৌকোকে। আরে নৌকাতে সাইকেল,মোটর সাইকেল নিয়ে পারাপার করা যথেষ্টই ঝুঁকিপ্রবন।ইতিমধ্যে দু একটা দুর্ঘটনা ঘটে গেছে বলেও জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এতসবের পরেও কি হঁশ ফিরবে না কারো। বিষয়টি বারংবার একাধিক স্তরে জানিয়েও কিন্তু কোন সূরাহা মেলেনি।গ্রামবাসীদের দাবি এই ব্রিজ কাজ দ্রুত সম্পন্ন হোক৷ মুক্তি পাক তারা বাপ ঠাকুরদাদার আমলের সমস্যার থেকে।




