তৃণমূলের শিক্ষক নেতা রোজ আসেন না স্কুলে, প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের

Malay Singha
0

মলয় সিংহ, বাঁকুড়া: শাসক দলের নেতা হওয়ায় রোজ আসেন না স্কুলে। কেউ কিছু বলতে
গেলে গম্ভীর গলায় বলে ওঠেন তিনি নাকি 'বুঝে নেবেন' ।  এমনই অভিযোগে শুক্রবার সকাল থেকে উত্তাল হল বাঁকুড়া ১ নম্বর ব্লকের বাদুলাড়া প্রাথমিক বিদ্যালয়। পড়ুয়াদের অভিভাবকরা সকাল থেকে দফায়-দফায় জমায়েত হয়ে স্কুল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রায়সই স্কুলে আসেন না বাদুলাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী এক শিক্ষক তফিকুর রহমান। তিনি বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি।
শুধু তাই নয় গ্রামবাসীদের আরো অভিযোগ বাদুলাড়া প্রাথমিক বিদ্যালয়ে মোট আটজন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন যার মধ্য তিনজন প্রায়ই স্কুলে আসেন না।তার মধ্যে একজন শাসক দলের নেতা। বিষয়টি নিয়ে বহুবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ অভিভাবকদের। 

এবিষয়ে বাদুলাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চন্দ্রানী মন্ডল জানান যে বারংবার ওই শিক্ষককে নিয়মিত স্কুলে আসার কথা জানালে তিনি বিষয়টি এড়িয়ে যান । অন্যদিকে ওই শাসক দলের শিক্ষক নেতা তফিকুর রহমান অবশ্য স্থানীয়দের অভিযোগ মানতে নারাজ, তিনি ফোনে জানান পুরো বিষয়টি তিনি মিটিয়ে নেবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top