ছাতনায় রেলে কাটা পড়ে মৃত ১

Malay Singha
0

মলয় সিংহ, বাঁকুড়া: ছাতনায় ফের রে‌লে কাটা প‌ড়ে মর্মা‌ন্তিক মৃত‌্যু হল এক ব্যাক্তির। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা-শুশুনিয়া রেল গেটের কাছে। রেল পুলিশ জানিয়েছে, মৃতের নাম কালিদাস টুডু , বয়স ৫৭ বছর। তিনি ছাতনা ব্লকের কলাইবেড়িয়ার বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানা যায়, আজ সকাল প্রায় ৮ টা নাগাদ ছাতনা-শুশুনিয়া রেল গেট থেকে হাফ কিলোমিটার দূরে রেললাইনে ওই ব্যাক্তির দেহ পড় থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top